‘আইনের শাসন থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতো’


প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, দেশে আইনের শাসন থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়, প্রথম রাষ্ট্রদ্রোহ মামলা হতো শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে রাষ্ট্র কোনো বিধিবিধান ও যুক্তির উপর চলছে না বলেও অভিযোগ করেন তিনি।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের দক্ষিণ কেরাণীগঞ্জ শাখা এ সমাবেশের আয়োজন করে।  

পুলিশ, র‌্যাব এবং নির্বাচন কমিশন নিয়েও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, পুলিশ-র‌্যাব রাষ্ট্রের নয়, শেখ হাসিনার হয়ে কাজ করছে। নির্বাচন কমিশন শেখ হাসিনার পোষা ছাগল। নড়াচড়া করলেই দড়ি ধরে টান দেয়া হয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের গ্রেফতার দাবি জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘আগে উচ্চ আদালতে জামিন হলে আমরা বেরিয়ে আসতাম, কিন্তু এখন জামিন হলেও প্রতিটি মামলায় তিনি (মাহবুব) আপিল করছেন। এমনটি কখনও হতো না। দেশের আদালতকে কলুষিত করে গণতন্ত্র হত্যার কাজে সহায়তা করছেন তিনি। তাই তাকে সরিয়ে দিন, না হয় গ্রেফতার করে শাস্তি দিন।’

প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে কোনো স্বাধীন প্রতিষ্ঠান নেই। বিচার বিভাগ, দুদক, নির্বাচন কমিশন সবকিছুকে নিজেদের অঙ্গসংগঠনে পরিণত করেছে আওয়ামী লীগ।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোকারম হোসেন সাজ্জাদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- কেরাণীগঞ্জ দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাজী নাজিম উদ্দীন, যুগ্ম-আহ্বায়ক আহসান উল্লাহ কবির, কেরাণীগঞ্জ দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অর্পনা রায় দাস প্রমুখ।

এএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।