দূষণের দায়ে ঢাকায় ৬ যানবাহন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০২ মার্চ ২০২৩
ফাইল ছবি

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে দূষণের দায়ে ঢাকায় ৬টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা এবং ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ৩৫ হাজার টাকা।

বুধবার (১ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং নগরীর ইডেন কলেজ ও মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা করে।

ইডেন কলেজ এলাকায় মাত্রাতিরিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ৬টি যানবাহনকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: ফের উল্টো রথে ঢাকার বায়ু দূষণ

দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আইএইচআর/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।