নিকেতনে এসি বিস্ফোরণ: দগ্ধ গোপাল মল্লিক মারা গেছেন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৮ এএম, ০৫ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণে দগ্ধ গোপাল মল্লিক (২৮) মারা গেছেন। শনিবার (৪ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের দিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। গোপাল নিকেতনে ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গুলশানে এসি বিস্ফোরণে দগ্ধ ২, একজনের শতভাগ

তিনি জানান, শনিবার সকালে এসি বিস্ফোরণের পর আগুনের ঘটনায় দগ্ধ হন গোপাল মল্লিক। তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ ছিল।

ডা. আইউব হোসেন বলেন, ‘একই ঘটনায় মো. মিজান (২০) নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি দগ্ধ নন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।’

কাজী আল-আমিন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।