অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটেই সরে যাবে রাস্তার পানি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২২ মার্চ ২০২৩

ঢাকাবাসীকে জলমগ্নতার দুর্দশা থেকে রক্ষা করতে পূর্ণ প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ (বুধবার) দুপুরে নগরীর যাত্রাবাড়ী ধলপুর আউটফল এলাকায় কেন্দ্রীয় যানবাহন বিরামাগারের (মোটর গ্যারেজ) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাপস এ তথ্য জানান।

মেয়র বলেন, আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও নর্দমাগুলো পাওয়ার পর থেকে আমরা সূচি অনুযায়ী বছরের প্রথম থেকেই এগুলো পরিষ্কার আরম্ভ করি, যাতে জলাবদ্ধতা না হয়। আপনারা দেখেছেন, এরই মাঝে বৃষ্টি হয়েছে কয়েক পশলা। তাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোথাও কোনো জলমগ্নতা হয়নি। এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম, সেগুলো আমরা করে চলেছি। যাতে আগামী বর্ষা মৌসুমে আমরা পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি। আমাদের লক্ষ্য, ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও ১৫ মিনিটের মধ্যেই জলমগ্নতা বা জলাবদ্ধতা নিরসন করতে পারি। পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে করতে পারি।

আরও পড়ুন: মানবসভ্যতা উত্থানের সঙ্গে ধ্বংসেও নিয়ামক জ্বালানি: তাপস

কেন্দ্রীয় মোটর গ্যারেজ বিরামাগার সম্পর্কে মেয়র বলেন, এই জায়গায় ১৫ একর জমি দীর্ঘদিন ধরে বহিরাগতরা দখল করে রেখেছিল। আমরা সেটা দখলমুক্ত করেছি। এরমধ্যে পাঁচ একর জমিতে আমাদের কর্মচারী এবং তেলেগু সম্প্রদায়ের ১২৬টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। বাকি ১০ একর সাত শতাংশ জমিতে আমাদের সব যান-যন্ত্রপাতি, গাড়ি রাখার জন্য একটি আধুনিক বিরামাগার স্থাপনের কার্যক্রম হাতে নিয়েছি। এটি একটি প্রকল্পের মাধ্যমে করা হবে। এখানে মোট ৩৩৩ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এখানে যে তেলেগু সম্প্রদায় রয়েছে, তাদের ১২৬টি পরিবার আমাদের কর্মচারী নয়। তারপরও মানবিক দিক বিবেচনায় আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের প্রায় ৮০০ কর্মচারী আছে, তাদেরও আমরা এই পাঁচ একরে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। আপনারা দেখবেন, এখানে অনেকগুলো ভবন করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এখানে আধুনিক আবাসন ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদান ও নির্দেশনার পরিপ্রেক্ষিতে ৫ একর জমিতে নতুন আবাসিক ভবন হবে। সেখানে আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দ দেবো।

পরে মেয়র ধলপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কের নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনসহ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অন্যদের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু ও করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এমএমএ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।