চট্টগ্রামে লাচ্ছা সেমাই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে মূল্য না থাকার অভিযোগে ডায়মন্ড লাচ্ছা সেমাই ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকার ওই সেমাই কারখানাকে জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথও সঙ্গে ছিলেন।
অভিযানে বাকলিয়ার তুলাতলি জামাই বাজারে গরুর মাংস বিক্রিতে মূল্যতালিকা না থাকায় আল জাহমিয়া স্টোরকে ২ হাজার টাকা, এরশাদের মাংসের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস