তৃতীয়বার করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৬ মে ২০২৩

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) নিজের ফেসবুক আইডিতে তিনি করোনাভাইরাসে আক্রান্তের কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে ডিএমপি কমিশনার লিখেছেন, তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে শারীরিক অবস্থা ভালো আছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গত বছরের ২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্বভার নেন খন্দকার গোলাম ফারুক।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।