রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ওয়ারী থানাধীন টিপু সুলতান রোড এলাকায় ডিপিডিসি বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রুহুল আমিন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী বিল্লাল হোসেন জানান, টিপু সুলতান রোডে ডিপিডিসি মাটি খোঁড়ার কাজ করার সময় গর্তে পানি জমে যায়। ওই পানি মোটর দিয়ে সেচে ফেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রুহুল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা কাকুয়া গ্রামে। বাবার নাম খোরশেদ মিয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/জেএইচ