নারীদের পেটিকোটে বিশেষ কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ এএম, ০৮ জুন ২০২৩

নারীদের ব্যবহৃত পেটিকোটে বিশেষ কায়দায় সেলাই করে এবং ট্রাকের স্পেয়ার চাকায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে দুই কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৭ জুন) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসি উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি বলেন, বিশেষ অভিযান পরিচালনার সময় নারীদের ব্যবহৃত পেটিকোটে বিশেষভাবে সেলাই করে এবং ট্রাকের স্পেয়ার চাকায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতার কারবারিদের নাম-পরিচয় জানায়নি ডিএনসি। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ডিএনসির তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

টিটি/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।