বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ঈদের আগেই ক্ষতিপূরণের টাকা চান দোকান কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৯ জুন ২০২৩

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ১৫ হাজার দোকান কর্মচারীর প্রত্যেককে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আসন্ন ঈদুল আজহার আগেই পরিশোধের আহ্বান জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

সংগঠনটি বলছে, আগামী ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ না পেলে দোকান কর্মচারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন।

শুক্রবার (৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

আরও পড়ুন: সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে: ফখরুল 

অগ্নিকাণ্ডে কতজন দোকান কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছে তার সঠিক তথ্য নেই উল্লেখ করে সংগঠনটি বলছে, বঙ্গবাজারে প্রায় পাঁচ হাজার দোকান পুড়েছে৷ প্রতি দোকানে তিনজন করে কর্মচারী ধরে এ হিসাব করা হয়েছে। এছাড়া তাদের কাছে ছয় হাজার কর্মচারীর সই রয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, গত এপ্রিলে বঙ্গবাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা প্রায় ২০ কোটি টাকার ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু বঙ্গবাজারের প্রায় ১৫ হাজার দোকান শ্রমিক-কর্মচারী ক্ষতিপূরণ বাবদ ১ টাকাও পাননি।

তিনি বলেন, এ কর্মচারীরা চাকুরি ও বেতন ছাড়া মানবেতর জীবন যাপন করছেন। তারা গত ঈদুল ফিতরে বেতন পাননি। আসন্ন কোরবানির ঈদের আগেই তাদের ক্ষতিপূরণের অর্থ দিতে হবে।

আরও পড়ুন: ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ীরা, ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রশ্ন 

দোকান কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা অসুস্থ হলে টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। এখন তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১২-১৭ জুন মেয়র, শ্রম প্রতিমন্ত্রী, স্থানীয় এমপি, ডিসি ও বাংলাদেশ দোকান মালিক সমিতিকে স্মারকলিপি প্রদান এবং আগামী ২০ জুন ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা।

এসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।