হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৯ মার্চ ২০১৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরতলীর আনোয়ারপুর এবং নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র শনিবার দুপুরে আনোয়ারপুর এবং নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় আনোয়ারপুর বাইপাস সড়কসহ আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৫ রাউন্ড টিয়ার সেল ও ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ চলে গেলে বিকেল ৩টায় তারা পূণরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে স্থানীয় মুরুব্বীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।