বৈদ্যুতিক গাড়ির জন্য দেশের প্রথম চার্জিং স্টেশন ‘এখন চার্জ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৪ আগস্ট ২০২৩

বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি চার্জ করতে দেশে প্রথমবারের মতো চার্জিং স্টেশন স্থাপন করেছে ‘এখন চার্জ’। গত ১৬ আগস্ট রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক (নাবিস্কো) এলাকায় ‘অডি বাংলাদেশের সার্ভিস সেন্টার ’ কার্যালয় প্রাঙ্গণে এ স্টেশন স্থাপন করা হয়। চার্জিং স্টেশন উদ্বোধন করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহায়তায় অডি গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান প্রোগ্রেস মটরস ইমপোর্ট লিমিটেড তেজগাঁওয়ে তাদের কার্যালয়ে এ ফাস্ট চার্জিং স্টেশন চালু করলো।

jagonews24

বর্তমানে দেশে ৩৪টির মত ইভি গাড়ির রেজিস্ট্রেশন করেছে। তবে চার্জিং স্টেশন স্থাপনের ফলে এ সংখ্যা ক্রমেই বাড়বে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রোগ্রেস মটরস ইমপোর্ট লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শেষে কুমিল্লা ও চট্টগ্রামে আরও দুটি চার্জিং স্টেশন বসানো হবে। ২০২৪ সালের মধ্যে সারাদেশে ১১টি চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির মার্কেটিং এক্সিকিউটিভ আবদুল্লাহ আর রাকিব জাগো নিউজকে বলেন, কুমিল্লায় এরই মধ্যে আমাদের কাজ শেষের দিকে। সেখানে চুক্তি হয়ে গেলে চার্জার বসিয়ে দেবো। চট্টগ্রামে আরও একটি হচ্ছে, সেখানে কোনো পাঁচ তারকা হোটেলে আমাদের চার্জিং স্টেশন থাকবে।

তিনি আরও বলেন, ৪০ মিনিটের মধ্যে গাড়ির ব্যাটারি ৮০ শতাংশর মত চার্জ হয়ে থাকে। দুপুরে গাড়ি চার্জের ব্যস্ততা থাকে। যাদের ইভি আছে তারা অফিসে ঢুকে যান। পরে গাড়ি পাঠিয়ে দেন চার্জের জন্য। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত চার্জিং ব্যস্ততা বেশি থাকে। এখন পর্যন্ত বিনামূল্যেই এ দেওয়া হচ্ছে। চার্জিংয়ের খরচ এখনো চূড়ান্ত করা হয়নি। তবে সরকারিভাবে আমাদের অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের কাছে খরচের হিসাব চাওয়া হয়েছে।

উদ্বোধনের পর গত এক সপ্তাহ ধরে মার্সেডিজ, অডি ব্রান্ডের ইভিগুলো বেশি আসছে। অডি বৈদ্যুতিক গাড়ির সেগমেন্টে দুটি মডেল এখন এদেশে পাওয়া যাচ্ছে।

সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেন, বিদেশে কয়েক কিলোমিটার পরপরই ফিলিং স্টেশনের পাশাপাশি ইভি চার্জিং স্টেশন দেখা যায়। ২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশেও জ্বালানি তেলে চালিত কোনো পরিবহন থাকবে না। সরকার সে পরিকল্পনাতেই এগোচ্ছে। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে চার্জিং স্টেশন স্থাপন।

jagonews24

ইভির জন্য চার্জিং স্টেশন নীতিমালা অনেক আগেই করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম স্টেশন স্থাপনে একটু বেশি সময় লেগেছে। খুব দ্রুত সবাই মিলে আমরা ইলেকট্রিক যানবাহনে যাওয়ার চেষ্টা করবো। আগামীতে এ ধরনের চার্জিং পয়েন্ট দেশের আনাচে-কানাচে গড়ে উঠবে।

অডি গাড়ির আমদানিকারক প্রতিষ্ঠান প্রগ্রেস মটরস ইমপোর্ট লিমিটেডের পরিচালক (অর্থ) মো. হাসিব উদ্দিন বলেন, এখন অ্যাপের মাধ্যমে চার্জের টাকা পরিশোধ, এমনকি যাত্রাপথে গাড়ি চার্জের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দও করা যাবে। বর্তমানে চার্জিং স্টেশনের যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করলেও ভবিষ্যতে এগুলো দেশেই তৈরির কারখানা স্থাপন করা হবে।

এসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।