ভুয়া ভাউচারে কোটি টাকা আত্মসাৎ

অভিযোগ জমার তিন বছর পর অনুসন্ধানে নামছে দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানো গেছে।

জানা যায়, ২০১৬-২০২০ সময়ে ২৩টি উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগ ওঠে। ওই অভিযোগ যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুবাইতে ৪৫৯ বাংলাদেশির সম্পদের তথ্য অনুসন্ধানে দুদক

দুদক সূত্রে জানা যায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা ২০১৬-২০২০ সময়ে ২৩টি গৃহীত সংযোজিত উন্নয়ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ২ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। রাঙামাটি থেকে আসা এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা উন্নয়ন প্রকল্পগুলোর কোনো কাজ না করে শতভাগ কাজ সম্পাদনের প্রত্যয়ন দিয়ে ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন। ২০২০ সালের আগস্ট মাসে এমন একটি অভিযোগ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে জমা হয়। যা যাচাই-বাছাই শেষে প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কমিশন যুক্তিযুক্ত মনে করায় অভিযোগটি অনুসন্ধানের জন্য গৃহীত হয়।

এসএম/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।