মসজিদের বারান্দায় ভোটকেন্দ্র!


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২২ মার্চ ২০১৬

উপযুক্ত স্থান না পাওয়ায় ঝালকাঠির কাঠালিয়ায় মসজিদের বারান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কাঠালিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বড় কাঠালিয়ায় এ চিত্র দেখা গেছে।

প্রিজাইডিং অফিসার গোবিন্দ চন্দ্র সাহা জানান, সন্ধ্যায় কেন্দ্রে এসে দেখি কোনো ব্যবস্থাপনা নেই। স্থানীয় চৌকিদার ও প্রার্থীদের সহায়তায় বাড়ি বাড়ি গিয়ে বেঞ্চ ও চেয়ার সংগ্রহ করে ব্যবস্থা করতে হয়েছে। তারপরেও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিয়ে অনেক চিন্তা ছিল। সেজন্য রাতে পুলিশ, আনসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেউই না ঘুমিয়ে সারারাত পাহাড়া দিয়েছি।

স্থানীয়রা জানায়, বড় কাঠালিয়া ওয়ার্ডের উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে দুইটি প্রতিষ্ঠান রয়েছে। তার একটিতে ভোট কেন্দ্র করা হলে অপর প্রান্ত থেকে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহ দেখাতো। এজন্য মধ্যবর্তী স্থান হিসেবে বড়কাঠালিয়ার একটি মসজিদের বারান্দায় স্থান চূড়ান্ত করা হয়।

আতিকুর রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।