ঢাকা বিভাগে এগিয়ে আ.লীগ


প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২২ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ঢাকা বিভাগের ৮টি জেলার ৭৪টি ইউনিয়নের অধিকাংশেই আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

এর আগের মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট চলাকালীন বিভিন্ন ইউনিয়নে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

ঢাকা
ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আমজাদ হোসেন, নয়াবাটি ইউনিয়নে আ.লীগ (বিদ্রোহী) শামীম আহমেদ হান্নান, নারিশা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সালাউদ্দিন দরানী বিলাশপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মোল্লা, মোকসেদপুরে আওয়ামী লীগের মো. আব্দুল হান্নান নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ
সদর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৭, বিএনপির দুইজন এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রশিদাবাদে বিএনপির ইদ্রিস মিয়া, লতিবাবাদে স্বতন্ত্র শহীদুল ইসলাম ও মাইজখাপনে বিএনপির রুকন উদ্দিন ভূইয়া, মহিনন্দে  আওয়ামী লীগের মনসুর আলী, বৌলাইয়ে আওয়ামী লীগের আওলাদ হোসেন, যশোদলে স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ সুলতান রাজন, বিন্নাটিতে আওয়ামী লীগের আজহারুল ইসলাম, মারিয়ায় আওয়ামী লীগের মুজিবুর রহমান হলুদ, চৌদ্দশতে আওয়ামী লীগের এবি সিদ্দিক খোকা, কর্ষাকড়িয়াইলে আওয়ামী লীগের বদর উদ্দিন, দানাপাটুলিতে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন তুলা।

নরসিংদী
ডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেরুল হাই সাবের ২০ হাজার ৩১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন এক হাজার ৭৯৮ ভোট।

অপরদিকে, গজারিয়া ইউনিয়নে অওয়ামী লীগ প্রার্থী বদরুজ্জামান বদু নৌকা প্রতীক নিয়ে ১২ হাজার ৩৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. লাল মিয়া পেয়েছেন এক হাজার ১৩৭ ভোট।

মাদারীপুর
মাদারীপুরের শিবচরের ১৬টি ইউনিয়নে নিরাঙ্কুশভাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, বাঁশকান্দি- মো. আবুল বাসার মিয়া (নৌকা) পাঁচ্চর-মো. দেলোয়ার হোসেন হাওলাদার (নৌকা), চরজানাজাত- মো. বজলুর রহমান সরকার (নৌকা), দ্বিতীয়াখন্ড- মাহফুজুল করিম তালুকদার মাসুম (নৌকা), শিবচর- মো. রাজন মাদবর (নৌকা), কাঠালবাড়ি- মোহসেন উদ্দিন সোহেল বেপারী (নৌকা)।

শরিয়তপুর
শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার মাঝিরা হলেন, বিনোদপুর ইউনিয়নে আব্দুল হামিদ সাকিদার, রুদ্রকর ইউনিয়নে মো. মোক্তার হোসেন চৌকিদার, চিকন্দী ইউনিয়নে আব্দুল মান্নান তালুকদার, আংগারিয়া ইউনিয়নে তাসলিমা আক্তার ডোরা, চিতলীয়া ইউনিয়নে আব্দুস সালাম হাওলাদার, মাহমুদপুর ইউনিয়নে শাহ্ আলম মুন্সী, চন্দ্রপুর ইউনিয়নে ওমর ফারুক মোল্যা, শৌলপাড়া ইউনিয়নে মাহবুব রাজ্জাক, ডোমসার ইউনিয়নে মাস্টার মজিবুর রহমান খান, তুলাসার ইউনিয়নে আমিন উদ্দিন ফকির ও পালং ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন দেওয়ান।

গোসাইরহাট উপজেলায় ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন, গোদালপুর সৈয়দ মনিরুজ্জামান, নাগের পাড়া ইউনিয়নে মো. মহসিন, নলমুড়ি ইউনিয়নে এসএম মাহফুজুর রহমান, গোসাইরহাট মো. মুজাফফর হোসেন সরদার ও সামান্তষার আবুল কালাম বেপারীকে নৌকার মাঝি করা হয়েছে।

মুন্সিগঞ্জ
সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নে আওয়ামী লীগ আব্দুল মতিন হাওরাদার নির্বাচিত হয়েছেন। কোলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মীর লিয়াকত আলী, বয়রাগাতিতে আওয়ামী লীগ গাজী মো. আলাউদ্দিন, বালুচরে আওয়ামী লীগ আলহাজ মো. আবু বক্কর সিদ্দিক, বাসাইলে আওয়ামী লীগ মো. সাইফুল ইসলাম,মধ্যপাড়ায় আওয়ামী লীগ করিম শেখ, মালখানগরে আওয়ামী লীগ সানজিদা আক্তার, রশুনিয়ায় আওয়ামী লীগ মো. ইকবাল হোসেন,লতব্দীতে আওয়ামী লীগ এস এম সোহরাব হোসেন।

শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ৮, বিএনপি এক এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। ১নং পোড়াগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়া দুই হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২নং নন্নী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী একেএম মাহবুবুর রহমান রিটন তিন হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩নং রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগের ফারুক আহমেদ বকুল ছয় হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪নং নয়াবিল ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী ইউনুছ দেওয়ান তিন হাজার ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডালিয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম খোকা চার হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৬নং কাকরকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শহীদ উল্লাহ তালুকদার মুকুল চার হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ দুই হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজান তিন হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৯নং মরিচপুরাণ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম শফিক ৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১০নং যোগানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবি ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদে ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সবুর চার হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২নং কলসপাড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল কাশেম তিন হাজার ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।