চট্টগ্রামে চসিকের অভিযানে ৬ ভবন মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীতে এডিস মশার লার্ভা পাওয়া এবং রাস্তায় আবর্জনা ফেলার অপরাধে ছয় ভবন মালিককে ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংস করার লক্ষ্যে নগরীর কাতালগঞ্জ, মির্জাপুল, পাঁচলাইশ থানার মোড়, প্রবর্তক ও গোলপাহাড় এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন ফেরদৌস।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত ডেঙ্গুরোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বাসাবাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এসময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে নির্মাণাধীন ভবনের নিচে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়ায় ওয়াজিহুম বাগকে ২৫ হাজার টাকা, কাতালগঞ্জের আশিয়ার্সহোম ট্রাপকে ৩০ হাজার টাকা, মেয়াদোর্ত্তীণ দই বিক্রি করা ও দোকানের সামনে আবর্জনা ফেলায় হোম রেসিপিকে পাঁচ হাজার টাকা, রাস্তায় বালি রাখার দায়ে ফিনলে প্রপার্টিজকে দুই হাজার টাকা, রাস্তায় আবর্জনা ফেলার দায়ে মদন দাশ মেথরকে দুই হাজার এবং দোকানের সামনে আবর্জনা ফেলার দায়ে মোরশেদ স্টোরকে দেড় হাজার জরিমানা করা হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।