জলাবদ্ধতা থেকে সড়ক রক্ষা করতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সড়ক নির্মাণের ক্ষেত্রে জলাবদ্ধতা থেকে সড়কগুলোকে রক্ষার বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা সড়ক নির্মাণকাজ পরিদর্শনকালে এ পরামর্শ দেন তিনি। সাত কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করা হচ্ছে।

চসিক মেয়র বলেন, বিটুমিনের প্রধান শত্রু পানি। পানি জমে থাকলে বিটুমিন ক্ষয় হয়ে রাস্তা নষ্ট হয়। এজন্য সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি যাতে কোনোভাবেই না জমে থাকে- পরিকল্পনা ও বাস্তবায়নে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এরপর কাউন্সিলর নুরুল আমিনকে সঙ্গে নিয়ে সরাইপাড়া এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন চসিক মেয়র।

এসময় সঙ্গে ছিলেন- প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কাউন্সিলর হুরে আরা বিউটি, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।