তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার তারকারাও


প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৭ মার্চ ২০১৬

নাট্যকর্মী ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের বিচার দাবিতে উত্তাল গোটা দেশ। সকল শ্রেণির মানুষ এই নেক্কারজনক অপকর্মের বিচার চায়।

এরই ধারাবাহিকতায় তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন শোবিজের তারকারাও। প্রকৃত দোষীদের বিচারের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন তারা।

রোববার (২৭ মার্চ) পরিচালক সাগর জাহান তার ‌‌‘এই কূলে আমি ওই কূলে তুমি’ নাটকের শুটিং বাদ দিয়ে উত্তরায় তনু হত্যার বিচার দাবিতে পথে নেমেছিলেন। এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন অভিনেতা মামুনুর রশিদ, মোশাররফ করিম, ফারুখ হোসেন, রহমত উল্লাহসহ আরও অনেকে।

হাতে তনুর হত্যাকারীদের বিচারের জন্য ব্যানার এবং মুখে ‘আমরা কথা নয়, বিচার চাই’ স্লোগানে আওয়াজ তোলেন তারা।

এ প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘কোনো কথা নয়, আমরা তনু হত্যার বিচার চাই। এর পেছনে যে কেউ জড়িত থাকুক না কেন বিচারে আওতায় আনতে হবে এবং বিচার যাতে সুষ্ঠু হয় সে দিকেও নজর রাখতে হবে।’

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘তনুর মতো নিষ্পাপ মেয়েকে যারা ধর্ষণের পর হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এজন্য সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।’

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।