১৬০টি দেশে কর্মরত ৯০ লাখ বাংলাদেশি


প্রকাশিত: ০৩:১০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। `নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্য অর্জন` এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। জাতিসংঘের নির্বাচিত প্রতিপাদ্য বিশ্বব্যাপী `কেউ পেছনে থাকবে না`!

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্বের ১৬০টি দেশে প্রায় ৯০ লাখ বাংলাদেশি নাগরিক বিভিন্ন পেশায় কাজ করছেন, যা থেকে প্রাবাসী আয়ের হার বছরে প্রায় ৬১ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় ৬ হাজার ২০০ কোটি ডলার।

এ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন অভিবাসীদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে নীতি গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে প্রবাসীদের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং প্রতারণা রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বাণীতে মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য অভিবাসী বাঙালি কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে অভিবাসী দিবস পালন উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে দু`দিনব্যাপী অভিবাসন মেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।