প্রেস সচিব

মধ্যম আয়ের দেশে উত্তরণ স্বাচ্ছন্দ্য করতে কাজ করছে সরকার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১২ এএম, ২৭ জানুয়ারি ২০২৫
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম/ ছবি- পিআইডি

নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণ যেন স্বাচ্ছন্দ্য হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। একই সঙ্গে সরকারকে সহায়তা করতে এ ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থাও কাজ করছে।

মধ্যম আয়ের দেশে উন্নীত হলে অনেক ক্ষেত্রে ট্যারিফ রিলেটেড সমস্যা হতে পারে। যেমন নিম্ন আয়ের দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে এক ধরনের ডিউটি ফ্রি অ্যাক্সেস মেলে। মধ্যম আয়ের দেশ হলে এখানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভেবে দেখছে মধ্যম আয়ের দেশে উন্নীত এখনই করতে হবে নাকি কিছুটা বিলম্বে করলে ভালো হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজি ইওয়েলা সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে বাংলাদেশের নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার ব্যাপারে সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করছেন বলে জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট যেন বাংলাদেশে আসে সেজন্য তারা কাজ করছেন বলে প্রধান উপদেষ্টাকে জানান তিনি।

এমইউ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।