আগে বন্ধুত্ব পরে বাসায় ডেকে জিম্মি করে চাঁদা দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৯ জানুয়ারি ২০২৫

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. নাজমুল হাসান (৩১) ও মো. বিল্লাল প্রধান (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো ছুরি, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, জনৈক আলমগীর হোসেন রাঙ্গামাটির একজন বাসিন্দা। তার সঙ্গে ঢাকায় বসবাসকারী চক্রের এক সদস্যের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হয়। চক্রটি আলমগীরকে ঢাকায় আসার জন্য কিছুদিন ধরে প্রলোভন দেখিয়ে আসছিল।

২৭ জানুয়ারি দিনগত রাতে আলমগীর তাদের কথামতো ঢাকার মিরপুর মডেল থানার মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় আসেন। বাসায় প্রবেশের পর গ্রেফতাররাসহ চক্রের অন্যান্য সদস্যরা আলমগীরকে জিম্মি করে তারা তার পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবির চেষ্টা করে। কিন্তু অনেকবার চেষ্টা করেও বাদীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে তারা ব্যর্থ হয়।

এক পর্যায়ে তারা ভুক্তভোগী আলমগীর হোসেনকে এলোপাতাড়ি আঘাত করে তার কাছে থাকা নগদ ১১ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে ২৮ জানুয়ারি মিরপুর মডেল থানায় গ্রেফতাররাসহ এজাহারভুক্ত ছয়জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

২৭ জানুয়ারি রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এ ঘটনা সংক্রান্তে একটি সংবাদ আসে। এর পরিপ্রেক্ষিতে থানার একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করে এবং মিরপুরের মুন্সিবাড়ী এলাকার একটি ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে নাজমুল ও বিল্লালকে গ্রেফতার করে। চক্রটির অন্যান্য সদস্যরা পলাতক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

গ্রেফতারদের মিরপুর মডেল থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।