সমাবেশের মঞ্চে আসরের নামাজ আদায় করলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০২ মে ২০২৫
সমাবেশ চলাকালে আসরের নামজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন এনসিপি নেতারা

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর ইউনিটের আয়োজনে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সমাবেশ চলাকালে আসরের নামজের সময় হলে মঞ্চেই নামাজ আদায় করেন দলটির নেতারা।

শুক্রবার (২ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে করা মঞ্চে নামাজে দাঁড়ান তারা। দলটির সদস্যসচিব আখতার হোসেন নামাজে ইমামতি করেন।

আরও পড়ুন

এর আগে বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে মিছিল সহকারে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে দলটির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্ব দিতে দেখা যায়।

এনএস/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।