আওয়ামী লীগের স্টাইলে কথা বলেন চরমোনাই পীর: সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৫ জুলাই ২০২৫
বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে চরমোনাই পীরের কথাবার্তা আওয়ামী লীগের মতো বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাই পীরের মহাসমাবেশে যে ভাষায় কথা বলা হয়েছে সে ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলতো আওয়ামী লীগ। এসব কথা ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্র।

শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়ন কৃষক দলের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরওয়ার আলমগীর বলেন, বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় এবং ইসলামি মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন। বেগম খালেদা জিয়া এ দেশের কোটি কোটি মুসলিম নাগরিকের প্রাণের নেত্রী। তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার চূড়ান্ত কৌশল প্রয়োগ করে আপামর জনতার হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন।

আরও পড়ুুন

তিনি বলেন, ধর্মীয় লেবাস পরে তারা যদি বিএনপিকে কটাক্ষ করে, তাহলে তারা এই জাতির সঙ্গেই প্রতারণা করবে। কারণ, আওয়ামী লীগ ইসলামি মূল্যবোধের রাজনীতির কবর দিয়েছিল। বিএনপি এটা রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করেছে। অতএব চরমোনাই পীরের বক্তব্য কৃতজ্ঞতাপূর্ণ হওয়া উচিত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমান। ইউনিয়ন কৃষক দলের নেতা আবুল বশরের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। অনুষ্ঠান উদ্বোধন করেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার, নূরুল ইসলাম মেম্বার, থানা কৃষক দলের সদস্য সচিব বেলাল সওদাগর, থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিক, ইলিয়াস চৌধুরী, মজিবুর রহমান, সাজ্জাদুল কবীর জামাল, মো. সাহাবুদ্দিন, সিদ্দিকী আহমদ কালা, দেলোয়ার হোসেন, ইব্রাহিম, মহিউদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন প্রমুখ।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।