এনসিপির ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুরের কর্মসূচি স্থগিত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার দুদিনের সব প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় জানানো হয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আজ ও আগামী কালকের সব প্রোগ্রাম স্থগিত। ইতোমধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।
এনএস/এএসএ/এমএস