তারেক রহমানের জন্মদিনে ধানমন্ডিতে দোয়া মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ এএম, ২২ নভেম্বর ২০২৫
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আায়োজিত দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বাদ আসর বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসভবনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নান এই দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন।

এতে ঢাকা–১০ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সংক্ষিপ্ত আলোচনা পর্বে ব্যারিস্টার অসীম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব এবং দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু বিএনপি নয়, গোটা দেশের মানুষই তার প্রত্যাবর্তনের অপেক্ষায়।

ব্যারিস্টার অসীম আশা প্রকাশ করে বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকাঠামো পুনর্গঠনে তারেক রহমান সামনে আরও বড় দায়িত্ব পালন করবেন।

পরে দেশের শান্তি, স্থিতি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।