উত্তরবঙ্গের ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিন আগামী শুক্র ও শনিবার উত্তরবঙ্গের আটটি জেলায় নির্বাচনি সভা করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, প্রচারণা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভা করবেন জামায়াত আমির। পরদিন শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে সভা করবেন তিনি।

শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করে জনসভা করবেন ডা. শফিকুর রহমান। একইদিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সভা করে ঢাকায় ফিরবেন।

আগামী রোববার দুপুর ১২টা থেকে ঢাকা ৫, ৬ ও ৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।

জামায়াত জোটের অবশিষ্ট ৪৭টি আসন বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, আজ আমাদের নির্বাচনী কমিটির বৈঠক চলছে। আশা করছি বৈঠক শেষে এ বিষয়ে ঘোষণা দিতে পারবো।

আরএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।