`ফখরুল লুকিয়ে থাকা সেনাপতি`
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে `লুকিয়ে থাকা সেনাপতি` আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাসহ দলীয় কর্মসূচি সফল করতে মঙ্গলবারের এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, মির্জা ফখরুল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা দেখার অপেক্ষায় আছি, গ্রেফতারের ভয়ে লুকিয়ে থাকা এই সেনাপতির ডাকে কারা আন্দোলনে নামে!
তিনি আরও বলেন, সুশীল সমাজের অনেকে বলেছেন, বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশ করতে দিলে কী হতো? তাদের কাছে জানতে চাই, একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণার পর আরেকটি দল কীভাবে কর্মসূচি দেয়? বিএনপির সমাবেশ করার অধিকার ছিল না। যারা বিএনপির পক্ষে সাফাই গান, তাদের ধিক্কার জানাই।