ফখরুলের সাক্ষাৎ পায়নি পরিবার
গ্রেফতারকৃত বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তাঁর স্ত্রী ও মেয়েকে দেখা করতে দেয়নি পুলিশ। ফখরুলের পরিবার সূত্রে এমন তথ্য জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে তারা দেখা করতে আসলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম, মেয়ে সুমি, মেয়ে জামাই আদনান, নাতী ঝুমার এবং ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একটি প্রাইভেট কারে গোয়েন্দা কার্যালয়ে আসেন। এর কিছুক্ষণ পরই তারা আবার বেরিয়ে আসেন। পরে তারা বাসায় চলে যান।
গোয়েন্দা কার্যালয়ের সামনে মির্জা ফখরুলের খালাতো ভাই ডা. ফিরোজ জানান, পরিবারের সদস্যরা ফখরুলের সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। তবে ফখরুলের জন্য নিয়ে আসা পোশাক ও তার প্রয়োজনীয় ওষুধপত্র ভেতরে দেওয়া হয়েছে।