জেলে পাঠানো হলো মির্জা ফখরুলকে
পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
একই সঙ্গে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালত এ আদেশ দেন।
আদালতে তাকে হাজির করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানা পুলিশ।
জানা যায়, গত ৪ জানুয়ারি বায়তুল মোকারম মসজিদের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে মির্জা ফখরুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
মঙ্গলবার বিকেল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসক্লাব থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।