প্রচারলীগ কর্মীর ভিন্ন প্রচার


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১২ জানুয়ারি ২০১৫

হঠাৎ গজিয়ে উঠা সংগঠন আওয়ামী প্রচারলীগের এক নেতা এবার নেমেছেন ভিন্নধর্মী প্রচারে। সোমবার বিকেলে শাহবাগ থানায় একটি পিস্তল ও ৩৯ রাউন্ড গুলিসহ আটক হওয়ার পর এই ঘটনা এখন সবার মুখে মুখে।

তখন বিকেল ৪টা। শাহবাগ থানায় প্রবেশ করার জন্য লাইনে দাড়িয়ে ছিলেন প্রচারলীগের যুগ্ম আহবায়ক আবু সায়েম শাহীন। পুলিশ তখন নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে তল্লাশি করে থানায় প্রবেশ করার অনুমতি দিচ্ছিল।

এ সময় শাহীন নিজেকে দলীয়লোক পরিচয় দিয়ে তার কাছে একটি পিস্তল ও ৩৯ রাউন্ড বুলেটের কথা পুলিশকে জানিয়ে ভেতরে প্রবেশের অনুমতি চায়। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে।

আটকের সময় সে প্রচারলীগের নেতা বলে চিৎকার করলেও পুলিশ তাকে সরাসরি হাজতে ঢুকিয়ে দেন। তার ব্যবহৃতটি পিস্তলটি লাইসেন্সকৃত কি না সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বলতে পারেনি পুলিশ।

শাহবাগের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রীর সমাবেশ শেষ হওয়ার পর রাতে আটকদের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সমাবেশস্থল থেকে পুলিশ ৫ জনকে অস্ত্রসহ আটক করে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। আটক একজনের কাছ থেকে একটি পেট্রোল বোমাও উদ্ধার করে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।