দেশে ভয়াবহ দুঃশাসন চলছে : রিজভী
বর্তমান অবৈধ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। নীলনকশার মাধ্যমে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে যে দুঃশাসন চালানো হচ্ছে তা অতীতের সকল স্বৈরাচারী দুঃশাসনের রেকর্ড ম্লান করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।
বিবৃতিতে রিজভী বলেন, সোমবার ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দীপু সরকারকে এবং গতকাল বিকেলে যুবদল ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেলগেট থেকে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে যায়। মঙ্গলবার ঢাকা মেডিকেলে জনির গুলিবিদ্ধ লাশ সনাক্ত হলেও এখনো পর্যন্ত দীপু সরকার ও মাইনুদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
পাশাপাশি অবরোধ কর্মসূচি চলাকালে বরাবরের মতো আজকেও সারাদেশে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায় এবং নেতাকর্মীদের গ্রেফতার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরাও নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক দুষ্কর্ম সংঘটনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী।
বিবৃতিতে সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচিতে জনসমর্থন দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গেছে সরকার। তাই নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা সুরক্ষিত করতে বর্তমান অবৈধ সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের ধরে গুম ও বন্দুকযুদ্ধের নামে তাদের পৈশাচিকভাবে হত্যা করা হচ্ছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অবিলম্বে বিএনপি নেতা দীপু সরকার ও যুবদল নেতা মাইনুদ্দিনসহ সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এবং নিখোঁজ হওয়া নেতাকর্মীদের অবস্থান নিশ্চিত করার জোর দাবি জানান।
এএইচ