নাশকতাকারী ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২১ জানুয়ারি ২০১৫

হরতাল-অবরোধ চলাকালে নাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বেঠক শেষে এ কথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি জানান, বিএনপি জোটের অবরোধে নাশকতা ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান গত ১৫ দিনে নাশকতার আশঙ্কায় সারাদেশে সাত হাজার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুরস্কার ঘোষণা করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে রাজনীতি থাকবে কি না সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন। কেননা কোনো একজন নেত্রী অবরোধের ডাক দিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না চালিয়ে সহিংস কর্মকাণ্ডে মেতে উঠেছেন। তিনি মানুষ হত্যা করে দাবি আদায়ের যে চেষ্টা করছেন তাতে ভবিষ্যতে রাজনীতিই থাকবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।