সহিংসতার প্রতিবাদে জাতীয় পার্টির প্রতীকী অনশন


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধ ও হরতালে সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বে প্রতীকী গণঅনশন করছে জাতীয় পার্টি (জাপা)।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ গণঅনশন শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর পৌনে ১২টায় অনশনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন।

গণঅনশনটি গত ২৭ জানুয়ারি হওয়ার কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে ২৯ জানুয়ারি করা হয়।

বিএ/এমএস


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।