শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে চলমান সহিংসতার প্রতিবাদ জানানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের হরতাল-অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে শনিবার রাত বারোটা এক মিনিটে এই কর্মসূচি পালন করে আওয়ামী-যুবলীগ। এসময় যুবলীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি সহিংসতা প্রতিরোধে নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী।
এএইচ/আরআইপি