পাঁচ দিনের রিমান্ডে ফালু


প্রকাশিত: ১১:০৬ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

রাজধানীর খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন মামলায় জিজ্ঞাসাবাদের ফালুকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত এ আদেশ দেন।

গতকাল রোববার রাতে খালেদা জিয়ার গুলশার কর্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। পরে সোমবার খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলায় পেট্রল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী ও চালককে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় মামলায়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় আসামিরা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।