২০ দলের হরতাল চলছে


প্রকাশিত: ০৩:০৮ এএম, ১৭ মার্চ ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো চলছে। রোববার ভোর ৬টায় এ হরতাল শুরু হয়। চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত।

এর আগে শনিবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম ও অন্যায়ভাবে বিএনপি নেতাদেরকে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।