অন্তরে থাকতে চাইলে পদত্যাগ করুন : হাসিনাকে বঙ্গবীর


প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৮ মার্চ ২০১৫
ফাইল ছবি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মানুষের অন্তরে থেকে দলের নাম যদি না মুছে ফেলতে চান, তাহলে পদত্যাগ করেন। নির্বাচন দেন। তা না হলে এক সময় এমন হবে, আপনি যদি একসঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রধান হন, তারপরেও আর কখনো নির্বাচনে জিততে পারবেন না। বাংলাদেশের মানুষ কাউকে আর জুলুম করে ভোট নিতে দেবে না।

বুধবার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কার্যালয়ের সামনের ফুটপাতে আয়োজিত এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী এ কথা বলেন। কাদের সিদ্দিকীর ৫০ দিন অবস্থান উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনাকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী আরো বলেন, যতকাল বাংলাদেশের আকাশে-বাতাসে চন্দ্র-সূর্য থাকবে, ততদিন নাকি মুক্তিযোদ্ধা হিসেবে আমার নাম থাকবে। এখন আমার তেমন মনে হয় না। কারণ এতদিনে তেমন মুক্তিযোদ্ধা আমার কাছে আসে নাই। অনেক ছোট্ট ছোট্ট দোকানদারেরা ছুটে এসেছেন। কিন্তু যারা মুক্তিযোদ্ধা ভাতা পায় পাঁচ হাজার টাকা, তাঁরা আমার কাছে আসে নাই। কেউ আসে নাই, সরকারি দল, ভাতা কাটা যাবে। কেউ আসে নাই, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা, তাঁদের নাম কাটা যাবে। সোনার বাংলাদেশ! বাংলাদেশে এখন আর প্রকৃত মুক্তিযোদ্ধা নাই।

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে জেতার পর মানুষের মনে যে ফূর্তি এসেছে। দুই দল আলোচনায় বসলে মানুষের তার চেয়ে বেশি ফূর্তি হবে।

আগামী শনিবার সংবাদ সম্মেলন করে দলটির পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও আলোচনা সভা থেকে জানানো হয়।

সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।