মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৯ মার্চ ২০১৫

ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে এবং  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগাঁরগাওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে অবস্থিত ঢাকা উত্তরের অস্থায়ী রিটার্নিং অফিসারের কাছে রোববার সকাল ১১টা ২০ মিনিটে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ইসির দায়িত্ব। সবাইকে সমানভাবে প্রচার-প্রচারণার সুযোগ দেয়া উচিত। এদিকে, প্রায় একই সময় মেয়রপ্রার্থী কামরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, অনুমতি না নিয়ে এবং আলোচনা না করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেকে প্রার্থী ঘোষণা করায় তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে অব্যহতি দেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।