বিএনপি নির্বাচনে ভয় পায় না : খন্দকার মাহবুব


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৯ মার্চ ২০১৫

বিএনপি নির্বাচনে ভয় পায় না। তবে সিটি নির্বাচনে ৫ জানুয়ারির পুনরাবৃত্তি হলে এটিই হবে সরকারের শেষ খেলা। এমনটিই জানিয়েছেন  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

মাহবুব বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হতে হবে। কোনো প্রকার হয়রানি বা সভা সমাবেশ, মিছিলে বাধা দিলে পরিণতি যা হবার তাই হবে।
মাহবুব বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে বিদেশীদের কাছে সরকার বলতো, দেখুন আমরা আগেই বলেছিলাম বিএনপি নির্বাচন চায় না। ওরা জঙ্গীবাদী। বিএনপি নির্বাচনে ভয় পায় না। সিটি নির্বাচনেই দেখা যাবে। তিনি আরও বলেন, সালাউদ্দিন আত্মগোপন করুক বা তাকে কেউ অপহরণ করুক তাকে উদ্ধারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এ দায়িত্বে ব্যর্থ হলে বোঝা যাবে দেশে কোনো মানুষের নিরাপত্তা নাই।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।