নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না


প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৯ মার্চ ২০১৫

নাগরিকর ঐক্যের আহ্বায়ক মাহমুুদুর রহমান মান্না সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারছেন না। র্নিধারিত সময়ে কাগজপত্র সংগ্রহ ও স্বাক্ষর করতে না পারায় এর মূল কারণ বলে জানা গেছে। রোববার দুপুরে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে কারাবন্দি মান্নার স্বাক্ষর সংগ্রহ ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার প্রতিবন্ধকতা দূর করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এ ক্ষেত্রে প্রশাসনিক ও অন্যান্য সহযোগিতার অভাব এবং তার শারীরিক সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় মাহমুদুর রহমান মান্নার পক্ষে ডিসিসি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করা সম্ভব হচ্ছে না। আমরা তার সু-চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।