ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করবেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রবেশমুখে নির্বাচনী প্রচারণার শুরুতেই তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ফ্লাইওভার (মেয়র মোহম্মদ হানিফ ফ্লাইওভার) তার প্রতীক। আর বাবা (সাবেক মেয়র মোহাম্মদ হানিফ) সারা জীবন যে পরিশ্রম করেছেন, তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার।
 
তিনি বলেন, ঢাকাবাসী যদি আমাকে সমর্থন দেন, সুযোগ দেন তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্বমানের নগরী গড়ে তুলব।

এএইচ/একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।