সাঈদ খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ১২ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মেয়র প্রার্থী সাঈদ খোকন। ইশতেহারে পাঁচটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

রোববার সকাল ১১টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মিলনায়তন থেকে এ ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ইশতেহারে পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষনমুক্ত আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়ের কথাও উল্লেখ করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত এই মেয়র প্রার্থী।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।