সিটি নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : সেতুমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ইতোপূর্বে অনুষ্ঠিত ৯টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করেনি, এবারও ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বচনে করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার চট্টগ্রামের আনোয়ারায় আরবান আলী সড়ক পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, সরকার কোনো দুর্নামের বোঝা ঘাড়ে নিবে না। প্রধানমন্ত্রী আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণ বিধির বিষয়ে মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন। স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

আড়াই কি.মি. দীর্ঘ আরবান আলী সড়কটি পুনঃনির্মাণে ব্যয় হচ্ছে প্রায় দশ কোটি টাকা। আগামী ছয় মাসের মধ্যে সড়কের নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাশেদুল হকসহ সওজ’র প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।