জনগণ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন: ধর্মমন্ত্রী
সদ্য শেষ হওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজিত হওয়ায় বিএনপির দিক থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। জনগণ এখন আর তাদের ভোট দিবেনা বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বত্রিশ শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় নৃসিংহ দেবের আর্বিভাব উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, এ দেশে হিন্দু, মুসলিম-বৌদ্ধ-খৃষ্টানসহ সকল ধর্মের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলার জন্য বর্তমান প্রধানমন্ত্রী আমাদের পথ দেখিয়েছেন। জাতি,ধর্ম নির্বিশেষে সবাইকে শেখ হাসিনার দেখানো অসাম্প্রদায়িক চেতনার পথে হাঁটতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক, সংরক্ষিত মহিলা সাংসদ দিলারা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ/এমজেড/আরআই