নারীর প্রতি হয়রানি বন্ধে রাজনৈতিক চাপ প্রয়োজন


প্রকাশিত: ১০:১৪ এএম, ২০ মে ২০১৫

নারীর প্রতি যৌন হয়রানি বন্ধে এ ইস্যুকে দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে আরো জোরালোভাবে উপস্থাপন করা প্রয়োজন। রাজনৈতিক চাপ থাকলে যৌন হয়রানি বন্ধ হওয়া সম্ভব বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনিসুল হক। রাজধানীর ধানমন্ডির ছায়ানটে ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’ ক্যাম্পেইনের বৈশ্বিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইড এ অনুষ্ঠানের আয়োজন করে।

নারীর প্রতি সকল হয়রানি বন্ধে রাজনৈতিক চাপের প্রতি গুরুত্বারোপ করে আনিসুল হক বলেন, রাজনৈতিক শক্তি আপনাকে সবার কাছে এগিয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে আমরা সবাই যদি এক হই তবে এর সমাধান করা সম্ভব।

তিনি বলেন, নারীর প্রতি সকল ধরনের হয়রানি বন্ধে এ ধরনের ঘটনায় আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক ও সমাজিক চাপ প্রয়োগ করা গেলে এ ধরনের হয়রানি বন্ধ হওয়া সম্ভব। নারীর প্রতি হয়রিনি বন্ধে আরো সচেতন হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় আলোচনায় অনুষ্ঠানে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, অ্যাকশন এইডের নির্বাহী বোর্ডের পরিচালক মনসুর আহমেদ চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জাকির হোসেন, ব্যাংক এশিয়ার কর্মকর্তা হুমায়রা হক প্রমুখ।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক বলেন, নারীর প্রতি সকল হয়রানি বন্ধে সবার আগে প্রয়োজন নারী-পুরুষ উভয়ের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা।

নাসরীন স্মৃতি পদ পেলেন চারজন : নারী জাগরণে অবদান রাখার জন্য অ্যাকশন এইডের পক্ষ থেকে চারজনকে দেওয়া হয় নাসরিন স্মৃতি পদক। সংস্থাটির প্রয়াত কান্ট্রি ডিরেক্টর নাসরীন হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০০৭ সাল থেকে এ পদক দেওয়া হচ্ছে।

এবার সমাজ পরিবর্তনে যুবা নারী ক্যাটাগরিতে এ পদক পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের দনোমনি তিগ্যা, অপ্রথাগত পেশায় নারী ক্যাটাগরীতে পেয়েছেন সিরাজগঞ্জের তাড়াশের রোখসানা খাতুন, সহিংসতা প্রতিরোধে নারী ক্যাটাগরিতে পেয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শান্তি মালো, মুক্তিযুদ্ধে অবদান ও সৃজনশীল ক্যাটাগরিতে পদক পেয়েছেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

এএসএস/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।