টেলিভিশনে তালেবানের মতো বক্তব্য দিয়েও ব্যর্থ হয়েছে বিএনপি


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২৯ মে ২০১৫

বিএনপি টেলিভিশনে তালেবানের মতো বক্তব্য দিয়েও ব্যর্থ হয়েছে। নিজেরাই সালাউদ্দিন আহমদকে সরিয়ে নাটক সৃষ্টি করেছে। সরকারের এসবের কোনো দায়-দায়িত্ব নেই বলে দাবি করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি এই দাবি করেন।

নৌমন্ত্রী আরো জানান, এটা হলো উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতো অবস্থা। কাজ করলো তারা আর দায় চাপালো সরকারের উপর। সরকারের এতো দায় পড়লো কেন?

মন্ত্রী এসময় বিএনপির নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। মাদারীপুর প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, ইয়াকুব খান শিশির প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।