কিশোরগঞ্জে বিএনপি নেতা কারাগারে
কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত জোটের অবরোধের সময় ট্রেনে আগুন দেওয়ার মামলার প্রধান আসামি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পণের পর কিশোরগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক, জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুবুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ৬ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ঈশাখা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয় অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ ১৬ জনকে আসামি করে রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এ কে এম আব্দুস সালাম। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন বিএনপির নেতা হাজী ইসলাইল মিয়া।
নূর মোহাম্মদ/এমজেড/পিআর