পানিয়া রুপ বিদ্যালয়ে ভোট দেবেন আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক আজ (রোববার) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়া রূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
শনিবার রাত সাড়ে ১১টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য জানান।
আজ অনুষ্ঠিত নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনে (আখাউড়া ও কসবা উপজেলা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুল হক। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির মুসলিম উদ্দিন ও হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. জসিম।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৯৫৩। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৪ ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৩৯ জন।
এমইউ/জেএইচ/আরআইপি