শনিবার দেশব্যাপী বিক্ষোভ করবে যুবদল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে জাতীয়তাবাদী যুবদল। আগামীকাল শনিবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে যেকোনো মূল্যে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

কেএইচ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।