প্লাজমা দেয়া হবে করোনা আক্রান্ত বাহাউদ্দিন নাছিমকে
করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে প্লাজমা থেরাপি দেয়া হবে। এ জন্য প্লাজমা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তার জন্য এবি (AB) পজিটিভ দুই ব্যাগ প্লাজমা প্রয়োজন।
বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে চিকিৎসাধীন নাছিম বলেন, ‘ডাক্তাররা এখন প্লাজমা দেয়ার কথা ভাবছেন।’ তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ করোনায় আক্রান্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দোয়া মোনাজাতের আয়োজন করেছে কৃষক লীগ।
অপরদিকে খালিদ মাহমুদ চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করে তার নির্বাচনী এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এইউএ/এফআর/পিআর