করোনায় আক্রান্ত বিএনপির টুকু-জুয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ০১ নভেম্বর ২০২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এ দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনায় আক্রান্ত।

রোববার রাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এখন পর্যন্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। আর মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৪১ জন।

কেএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।